মোঃ হাসমত উল্লাহ, লালমনিরহাট : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর মৌজাস্থ সিরাজুল মার্কেট নামক স্থানের চারমাথা মোড়ে পুলিশ অভিযান চালিয়ে দশ কেজি গাঁজাসহ জুয়েল হক (২৮) নামে এক মাদক চোরাকারবারিকে আটক করেছে।
রোববার (১৭ মার্চ) মাদক চোরাকারবারিকে আটক করা হয়। আটক জুয়েল হক (২৮) সদর উপজেলার দূরাকুটি ইউনিয়নের আবেদ আলীর ছেলে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৮নং কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর মৌজাস্থ সিরাজুল মার্কেট নামক স্থানের চারমাথা মোড়ে জনৈক মোনালিসা ফার্মেসীর সামনে পাকা রাস্তার উপর চেক পোস্ট ডিউটিকালীন সময় সন্দেহের ভিত্তিতে তল্লাশি করা হয়। তল্লাশিতে পলিথিন দ্বারা মোড়ানো ২টি পোটলার ভিতর ৫ কেজি করে মোট ১০ কেজি গাঁজা ও একটি ব্যাটারী চালিত ভ্যানসহ মাদক চোরাকারবারিকে আটক করা হয়।
Leave a Reply