স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় চিকিৎসকের অবহেলায় আফরোজা বেগম (২০) নামক এক প্রসূতির মৃত্যু হয়েছে।
এ ঘটনায় শুয়াগ্রাম ইউপি নারায়নখানা বাজারে ইউনাইটেড হাসপাতাল এন্ড ডায়গনস্টিক সেন্টার সিলগালা করেছে প্রশাসন।
এছাড়া জাহিদ খান, রানু বেগম ও ডাঃ প্রভাষ মন্ডল সহ ৩ জনকে আটক করছে থানা পুলিশ।
নিহত প্রসূতি উপজেলার কালারবাড়ী গ্রামের জাহিদ খানের স্ত্রী। জানা যায়, গত বৃহস্পতিবার সকালে সিজারিয়ান অপারেশনের জন্য উক্ত প্রসূতিকে অত্র হাসপাতালে ভর্তি করে শশুর বাড়ীর লোকজন। বিকালে হাসপাতালের প্রতিষ্ঠাতা কথিত সার্জন ডাঃ জাহিদ হাসান রিন্টু ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ প্রভাষ মন্ডল সার্জারির কাজ শুরু করলে অপারেশন টেবিলেই গর্ভের সন্তানসহ মৃত হয় আফরোজার। বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হলে শুক্রবার বিকালে হাসপাতালটি সিলগালা করে জেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসন।
নিহতের মা সাংবাদিকদের বলেন- আমার মেয়ের জামাই সকালে এনে আমার মেয়েকে এখানে ভর্তি করে, আমি বারবার ডাঃ রিন্টুর কাছে মেয়ের অবস্থা জানতে চাইলে সে বলে, সব স্বাভাবিক আছে, বিকেলে অপারেশনে নিয়ে বলে আপনার মেয়ে মারা গেছে। আমি রুগিকে অন্যত্র নিতে চাইলেও জামাই ও ডাঃ রেন্টু যেতে দেয়নি, ওরা সকলে মিলে আমার মেয়েকে মেরে ফেলেছে, আমি বিচার চাই।
এ ঘটনায় মনিকা বেগম বাদী হয়ে- জাহিদ খান, রানু বেগম, শামিম খান, ডাঃ জাহিদ হাসান রিন্টু ও ডাঃ প্রভাষ মন্ডল সহ ৫ জনের নাম এবং অজ্ঞাতনামা ২/৩ জন উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং- ০৬/৪৮, তারিখ- ১৫/০৩/২০২৪।
এ বিষয় কোটালীপাড়া থানার অফিসার্স ইনচার্জ (তদন্ত) ফয়েজ আহম্মেদ বলেন- এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। ৩ জনকে গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply