শাহ আলম মিয়া, কোটালীপাড়া : “দূর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস- ২০২৪ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষ্যে রবিবার বিকালে এক বর্নাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে থানা চত্ত্বরে এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন।
এ সময় অন্যদের মধ্যে- অফিসার ইনচার্জ ফিরোজ আলম, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সিরাজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ, ঘাঘর বাজার বনিক সমিতির সহ সভাপতি ইউসুব দাড়িয়া, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, ব্যবসায়ী- সেলিম শেখ, রুহুল হাওলাদার, কামাল শেখ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, থানা পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী, ব্যবসায়ী বৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সব শেষে অগ্নি নির্বাপনের বিভিন্ন কলাকৌশল জন সম্মুখে প্রদর্শন করেন ফায়ার সার্ভিস কর্মীরা।
Leave a Reply