বাকেরগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার নারী কাউন্সিলর মোসা. আনোয়ারা বেগমের (আইনু) বিরুদ্ধে পৌসভার ৭ নং ওয়ার্ডের ভরপাশা মৌজার দুই একর জমি দখলের অভিযোগ উঠছে।
রবিবার দুপুরে বাকেরগঞ্জ জার্নালিষ্ট ক্লাবে ভুক্তভোগী রুহুল আমিন সংবাদ সম্মেলন করে নারী কাউন্সিলারের বিরুদ্ধে এ অভিযোগ করেন। যদিও এ অভিযোগ অস্বীকার করেন নারী কাউন্সিলর মোসা. আনোয়ারা বেগম (আইনু)। তার দাবি ওয়ারিশ সূত্রে ওই জমির মালিক তারা যার প্রয়োজনীয় কাগজ পত্র তাদের কাছে আছে।
সংবাদ সম্মেলনে রুহুল আমিন বলেন, বাকেরগঞ্জ পৌরসভার ভরপাশা মৌজার জেএল নং ৪৬ ও এস.এ খতিয়ান ২৩০৮ এ দুই একর জমির ক্রয় সূত্রে মালিক আমার বাবা মৃত্যু মোসলেম আলী বেপারী। যার বর্তমান মূল্য ৮ কোটি টাকা। সর্ব শেষ বিএস রেকর্ডে বিএস খতিয়ান ৬৯৭ এর দাগ নং ২০০৫, ৫২০৭, ৫২০৮,৭০১৭ যার রেকর্ডিও মালিক মৃত্যু মোসলেম আলী বেপারী। ওয়ারিশ সূত্রে ওই জমির মালিক আমরা। বিএস রেকর্ড আমাদের নামে থাকলেও ক্ষমতার জোড়ে পৌরসভার ৭,৮,৯ নং ওয়ার্ডের নারী কাউন্সিলয় আনোয়ার বেগম (আইনু) জমি দখলে নিতে মিথ্যা বানোয়াট ওয়ারশি দাবি করে আদালতে মামলা দায়ের করেন। যা আদালত খারিজ করে দেন। আদালতের শরণপন্ন হয়ে সুবিদা না পেয়ে স্থানীয় ক্ষমতা ব্যবাহার করে জমি দখলে নেওয়ার চেষ্টা করেন কাউন্সিলর মোসা. আনোয়ারা বেগম (আইনু)। ভাড়া করা সন্ত্রাশী ও তার স্বামী শাহ আলম শাহ জমি দখলে নিতে হত্যার হুমকি দিয়ে আসছেন। স্থানীয় জনপ্রতিনিধি এ ধরণের কাজে লিপ্ত হওয়া আসলেই দুঃখ্যজনক ঘটনা বলে আমি মনে করি। এ ঘটনার সু-বিচারের জন্য সংশ্লিষ্ট দপ্তর ও স্থানীয় সংসদ সদস্যের সু-দৃষ্টি কামনা করছি।
জমি দখলের বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর মোসা. আনোয়ারা বেগম (আইনু) বলেন, ভরপাশা মৌজার জেএল নং ৪৬ ও এস.এ খতিয়ান ২৩০৮ এ খতিয়ানে দুই একর জমি আমার দাদার নামে রেকর্ড আছে। ওয়ারশি সূত্রে ওই জমির মালিক আমরা। জোর করে তারা ভোগ দখলে রাখার চেষ্টা করায় আদালতে মামলা দায়ের করি। আমার বিরুদ্ধে জমি দখলের যে অভিযোগ উঠেছে তার কোনো ভিত্তি নেই এটি বানোয়াট।
Leave a Reply