কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার দুমকী উপজেলাবাসীকে ২টি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে হাওলাদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠা চেয়ারম্যান ও ইউরোপের দেশ মাল্টা আ’লীগের সভাপতি মোঃ কাওসার আমিন হাওলাদার।
উপজেলার দুমকী আপতুন নেসা খাতুন মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে রোববার বিকেল ৫ টায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের মাধ্যমে পরিচালনা কমিটির কাছে অ্যাম্বুলেন্স দু’টির চাবি হস্তান্তর করা হয়।
মহতী উদ্যোগের পাশে সবসময় থাকার প্রত্যয় ব্যক্ত করে কাওসার আমিন হাওলাদার বলেন, মানুষের সেবাসহ বিভিন্ন সামাজিক ও অরাজনৈতিক কর্মসূচি পালন করে চলছে হাওলাদার ফাউন্ডেশন। তিনি আরও বলেন, গ্রামীণ জনগোষ্ঠীকে ২৪ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিতের লক্ষে এই মহৎ প্রচেষ্টার অংশ হতে পেরে আমি সম্মানিত বোধ করছি।
বিশেষ অতিথির বক্তব্যে ডাঃ মহিবুল্লাহ্ রুবেল বলেন, ‘উপহার হিসেবে এম্বুলেন্স দেয়া নিঃসন্দেহে একটি মহতি উদ্যোগ। এ ধরনের উপহারে আমরা আনন্দিত এবং বিশেষ করে এতে আমার উপজেলাবাসী বেশি উপকৃত হবে।
হাওলাদার ফাউন্ডেশনের উত্তরোত্তর সাফল্য কামনা করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ বলেন, ভোগে সুখ নয় ত্যাগেই প্রকৃত সুখ। আল্লাহর অশেষ রহমতের কাজ করেছেন কাওসার আমিন হাওলাদার। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানান তিনি।
এসময় হাওলাদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠা চেয়ারম্যান কাওসার আমিন হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, হুমায়ুন কবির, উপজেলা জাপা যুগ্ম সম্পাদক সৈয়দ জসিম উদ্দিন, সমাজ সেবক আলমগীর হোসেন মৃধা, ডাঃ মহিবুল্লাহ্ রুবেল প্রমুখ।
Leave a Reply