সেলিম শেখ, ফকিরহাট : বাগেরহাটের ফকিরহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে শুক্রবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্ত¡র থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাহিরদিয়া-মানসা ইউনিয়নের পাবলিক লাইব্রেরী এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন।
এসময় অন্যদের মধ্যে এসিল্যান্ড এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহম্মেদ, অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএসএম মফিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. আজিজুর রহমান, কৃষি কর্মকর্তা শেখ সাথাওয়াত হোসেন, প্রাণি সম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply