মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগরে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের স্মৃতি বিজড়িত ৭মার্চ উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি, আধাসরকারি,শ্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনের জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকালে অভয়নগর উপজেলা প্রাঙ্গণে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প স্থাপক নিবেদন করেন যশোর ৪ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক বাবুল।
এরপর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সভাকক্ষে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষে আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক বাবুল বলেন, জাতির পিতার ৭ই মার্চের ভাষণ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ভাষণ। মহান মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা ছিলো এই ভাষণ। এ ভাষণের কথামালা বাঙালির হৃদয়ের সাহস সঞ্চার করে।
তিনি বলেন, এই ভাষণকে হৃদয়ে অনুধাবন করে আগামী ৪১ সালে বাংলাদেশকে স্মার্ট রাষ্ট্রে পরিণত করতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে ।
অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, নওয়াপাড়া পৌরসভার প্যানেল মেয়র ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, নওয়াপাড়া খেলোয়ার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মইনুল জহুর মুকুল, নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ।
Leave a Reply