শাহ আলম মিয়া, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সন্ধায় শিশুদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করে উপজেলা শিল্পকলা একাডেমি।
বৃহস্পতিবার সকাল ১০ টায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা সহ নানা শ্রেনী পেশার মানুষ।
পরে হলরুম লাল শাপলায় এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন।
প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস।
এ সময় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, অফিসার ইনচার্জ ফিরোজ আলম, সাবেক অধ্যক্ষ কার্তিক চন্দ্র বিশ্বাস, ইউপি চেয়ারম্যান মাজহারুল আলম পান্না, শিক্ষক হাবিবুর রহমান মুকুল।
অন্যদের মধ্যে – প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুর রহমান, মৎস্য কর্মকর্তা শাজাহান সিরাজ, প্রকৌশলী শফিউল আজম, বীর মুক্তিযোদ্ধা তৈয়াবুর রহমান সরদার, নিজাম হাওলাদার, ইউপি চেয়ারম্যান তুষার মধু, ঘাঘর বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক মোস্তফা কামাল, সিএ রোমান শিকদার সহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, ইউপি চেয়ারম্যান ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় শিল্পকলা একাডেমি চত্ত্বরে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
Leave a Reply