টুঙ্গিপাড়া প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পারিবারিক দ্বন্দ্বে নিজ সন্তানকে হারপিক খাইয়ে হত্যা করে নিজে আত্মহত্যার চেষ্টা করেছেন এক মা। ঘটনাটি ঘটেছে টুঙ্গিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটানার সত্যতা নিশ্চিত করেছেন। রোববার ময়নাতদসন্তের পর শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টুঙ্গিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের গাছকাটা শ্রমিক মামুন তালুকদারের স্ত্রী আঁখি বেগম গতকাল শনিবার সন্ধ্যায় শাশুড়ি-ননদের সঙ্গে ঝগড়া করে। একপর্যায়ে ঘরে থাকা নিজের ৯ মাসের মেয়ে সন্তানকে হারপিক খাইয়ে নিজেও হারপিক পান করেন। মা ও শিশুটিকে মারাত্মক অসুস্থ হয়ে পড়লে পরিবার তাদের টুঙ্গিপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. নিয়াজ মোহাম্মদ জানান, শিশুটি মারা গেলেও বেঁচে যায় মা আঁখি বেগম। বর্তমানে তিনি গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। তার অবস্থা আশঙ্কা মুক্ত বলে।
Leave a Reply