অরুণ রাহা, রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ৬জন মাদকসেবীকে কারাদন্ড ও নগদ অর্থ জরিমানা করা হয়েছে।
সাজাপ্রাপ্ত মাদকসেবীরা হলো, উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকার মোছা. মালেকা (৬০), মো. সাকিব (১৮), মানিকগঞ্জে ঘিওর উপজেলার মনির শেখ (৪৫), পাবনা সুজানগর উপজেলার আকমাল হোসাইন (৩০), রাজবাড়ী সদর উপজেলার মো. করিম শেখ (৫০) ও ফরিপুর সদর উপজেলার কামার ডাঙ্গী এলাকার মিতুল সোসাইন (২২)।
শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫ টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা ও যৌনপল্লী থেকে মাদক সেবনরত অবস্থায় তাদেরকে আটক করে।
রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র এর নেতৃত্বে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পূর্বপাড়ার পোড়াভিটা ও যৌনপল্লীতে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় ৬ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে সাজা ও নগদ অর্থ জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র জানান, ভ্রাম্যমান আদালতের নিয়মিত অভিযানে ৬জন মাদকাসক্তকে মাদক সেবনরত অবস্থায় দৌলতদিয়া থেকে আটক করা হয়। পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এ তাদের বিভিন্ন মেয়াদে জেল ও অর্থ জরিমানা করে রাজবাড়ী জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply