স্টাফ রিপোটার,
মহান বিজয়ের মাস উপলক্ষ্যে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সজীব ওয়াজেদ জয় পরিষদের পরিচিতি সভা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার বিকালে উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের এ.এম.এ সাইদ স্কুল এন্ড কলেজে সজীব ওয়াজেদ জয় পরিষদ, কোটালীপাড়া শাখার আয়োজনে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও পৌর আওয়ামীলীগের সভাপতি লুৎফর রহমান উদ্ভোধন করেন।
সজীব ওয়াজেদ জয় পরিষদের, কোটালীপাড়া শাখার সভাপতি শাওন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি লায়ন মতিউর রহমান টিপু। এসময় আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক এম আই তন্ময়, ১১ নং পিনজুরী ইউপি চেয়ারম্যান আবু সাইদ সিকদার , গোপালগঞ্জ জেলার সভাপতি রিফাত মোল্যা, সজীব ওয়াজেদ জয় পরিষদের কোটালীপাড়া শাখার সাধারন সম্পাদক জাকারিয়া,যশোর জেলার সভাপতি আছাদ,বাগেরহাট জেলা শাখার সাধারন সম্পাদক এম কে কামাল প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা তথ্য ও যোগযোগ প্রযুক্তির উন্নয়ন ও বাংলাদেশকে একটি ডিজিটাল সমৃদ্ধশালী দেশ গড়তে সজীব ওয়াজেদ জয় পরিষদের বিভিন্ন কর্মসূচী সম্পর্কে তুলে ধরেন।
Leave a Reply