বাকেরগঞ্জ প্রতিনিধি : বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ১৪ নং নিয়মিতি ইউনিয়নের চাইলতা বাজার সংলগ্ন শ্রীমন্ত কোল ঘেঁষে বয়ে যাওয়া মহেষপুর চামটার প্রবাহিত খাল দখল করে বাণিজ্যিক ভবনসহ অবৈধ স্থাপনা নির্মাণ করছেন নিয়ামতি ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির।
সরকারি খালের জমি দখল করে পাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খাল রক্ষার দাবি জানান কামাল তালুকদার সহ স্থানীয় বাসিন্দারা।
সরজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার নিয়ামতি ইউনিয়নের চাইলতা তলা বাজার সংলগ্ন মহেষপুর চামটা খাল দখল করে নিয়ামতি ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন কবির একটি বাণিজ্যিক ভবন নির্মাণ করেছেন ভাড়া দেয়ার উদ্দেশ্যে।
ইউনিয়ন ভূমি অফিস জানায়, প্রায় দুইশ’ বছরের পুরনো খালের পাড়ে অবৈধ স্থাপনা নির্মাণ করার পাঁয়তারা করছেন প্রভাবশালী মহল।যে কারণে খালের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে একসময়ে বাণিজ্যিকভাবে ব্যবহৃত এই খালটি অবৈধ স্থাপনা তৈরি করে পানি প্রবাহ বাধাগ্রস্থ করায় এখন খালটি মৃতপ্রায়।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবিরের নিকট জানতে চাইলে তিনি বলেন, চাইলতা তলা বাজারে ব্যবসায়ীদের কথা চিন্তা করে খাল সংলগ্ন একটি টোল ঘর বাজার উঠিয়ে দিতেছি ব্যবসায়ীদের বাজার নিয়ে বসতে।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান গনমাধ্যমকে জানান, ‘কোনোভাবেই খাল দখল করে পরিবেশের ক্ষতি করা যাবে না। উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) সঙ্গে কথা বলে শিগগিরই দখলদারদের উচ্ছেদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এবিষয়ে বাকেরগঞ্জ উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ফোরকান হোসেন বলেন, স্যারদের নির্দেশে আমি সরেজমিনে গিয়ে তদন্ত করে কাজ বন্ধ করতে বলে এসেছি।
Leave a Reply