সেলিম শেখ, ফকিরহাট : ফকিরহাটের লখপুর ইউনিয়নের জাড়িয়া যুব সংঘের আয়োজনে তিনদিন ব্যাপী জাড়িয়া প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্ণামেন্ট খেলার শুভ উদ্বোধন বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ভবনা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ব্যাট-বল করে খেলার শুভ উদ্বোধন করেন।
জাড়িয়া যুব সংঘের সভাপতি ও বিশিষ্ট ক্রীড়ামোদী মোঃ জিল্লুর রহমান এর সভাপতিত্বে এবং মোঃ আল মামুন ও মোঃ ইব্রাহিম ধ্রব সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লখপুর ইউপি চেয়ারম্যান এম,ডি সেলিম রেজা।
উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক তপন দেবনাথ ভজন এর সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ ইমরুল হাসান, শ্রমিকলীগ সভাপতি শেখ সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক শেখ আছাবুর রহমান, যুবলীগ নেতা মোঃ সেলিম শেখ ও স্চ্ছোসেবকলীগ নেতা রেজা। ৮দলীয় এ ক্রিকেট টুর্ণামেন্ট খেলা চলবে শনিবার পর্যন্ত।
Leave a Reply