মোঃ হারুনুর রশিদ, কচুয়া : কচুয়া উপজেলা বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ে ৮ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১০ঘটিকার সময় বিদ্যালয়ের মিলনায়তনে হল রুমে অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাজী মো.নজরুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে মোঃ ফয়েজ আহমেদ তালুকদারের পরিচালনায় ২০২৪সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং পাথৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অত্র বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য মো. আলী আক্কাস মোল্লা।
বিশেষ অতিথি হাজী মমতাজ উদ্দিন মেম্বার, হাজী মোঃ আব্দুল মালেক মাষ্টার, হাজী মো ইসমাইল মোল্লা আমেরিকা প্রবাসী, হাজী নুরু মিয়া প্রধান, হাজী মো. রুহুল আমিন মোল্লা, মোঃ রেনু মিয়া মেম্বার, মোঃ নুরুল ইসলাম, মোঃ তাজুল ইসলাম সরকার, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ ওয়াদুদ বেপারী, মোঃ গিয়াস উদ্দিন মোল্লা, মাওলানা মোহাম্মদ আব্দুল হান্নান, ইমাম ও খতিব বারৈয়ারা মধ্যপাড়া শাহী জামে মসজিদের মাওলানা মোহাম্মদ আব্দুল হান্নান প্রমুখ।
এসময় বিদায়ীদের মাঝে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি বাদরুদ্দোজা তালুকদার খোকন, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোখলেছুর রহমান বিএসসি, সালেহ আব্দুল্লাহ, নাছির উল্যাহ, পরীক্ষার্থীদের সাদী আহম্মেদ, তীশা আক্তার, রিপাত হোসেন, মাহিয়া আক্তার, সাকিল আহমেদ ১০ম শ্রেণী, হুমায়রা আক্তার মিমি ৯ম শ্রেণী সহ আরোও অনেকে।
এই বিদ্যালেয়র মোট পরীক্ষার্থী ৯৬জন, মিলাদ মাহফিল পরিবেশন করেন অত্র বিদ্যালয়ের সহকারী মৌলভী মাওলানা মোহাম্মদ ইয়াছিন আহমেদ পাটোয়ারী, দোয়া মোনাজাত করেন মাওলানা মোহাম্মদ ওয়ালীউল্লাহ আনছারী।
এসময় অত্র এলাকার ব্যক্তিবর্গ ও শিক্ষক, কর্মচারী, অভিভাবক ও ছাত্র/ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি চেয়ারম্যান আলী আক্কাস মোল্লা পরীক্ষার্থীদের উদ্দেশ্যে পরামর্শ মূলক বক্তব্যে বলেন তোমরা/তোমাদের প্রশ্নপত্র গুলো ভালো ভাবে পড়ে ও বুঝে শুনে সঠিকভাবে প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখবে, খাতায় লিখাও প্রত্যেকটি বিষয়ের পরীক্ষা শেষে ভালো করে যাচাই বাছাই করে, পরীক্ষার খাতা জমা দেওয়ার পরামর্শ প্রদান করেন।
তিনি আরোও বলেন কোনো রকম প্রশ্ন ফাঁসের আশা কোথাও হবে না এবছর। পরীক্ষা শেষে সবাই সময় মতো বাড়ী ফিরে আসার ও পরামর্শ দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথির বক্তব্যের মাধ্যমে।
Leave a Reply