অরুন রাহা, রাজবাড়ী : পাংশা থানা পুলিশের বিশেষ অভিযানে দস্যুতা সংগঠিতকালে লণ্ঠিত ০১টি মোবাইল ফোন উদ্ধারসহ ০১ জন আসামী গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৭ই ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ওসি স্বপন কুমার মজুমদার জানান, ০৬ই ফেব্রুয়ারী রাতে পাংশা থানাধীন কুড়িপাড়া সংলগ্ন বাবুপাড়া ইউনিয়ন পরিষদের সামনে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের উপর হইতে দস্যুতা সংগঠিত কালে মোঃ শরিফ (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে পাংশা থানাধীন বাহাদুরপুর গ্রামের হামিদ মোল্লার ছেলে। এসময় তার কাছে উদ্ধার করা হয় ০১টি VIVO এ্যান্ড্রোয়েড মোবাইল ফোন, যাহার মূল্য অনুমানিক ১৬ হাজার টাকা।
আসামী শরিফ এর বিরুদ্ধে অন্যান্য ধারায় পৃর্বের আরও ০৪টি মামলা রয়েছে। পরে আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply