মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগর উপজেলার এক উজ্জল নক্ষত্র’র রোগমুক্তির জন্য উপজেলাবাসীর দোয়া প্রার্থনা করেছে।
উপজেলার ৫ নং শ্রীধরপুর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, মানুষের হৃদয়ের মাঝে জায়গা করে নেওয়া উপজেলার সর্বস্তরের মানুষ যাকে প্রানের মানুষ বলে জানে আওয়ামী লীগ নেতা মোঃ হাবিবুর রহমান বাপ্পি। দীর্ঘদিন ডায়বেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছে।
তার অসুস্থতার সংবাদে উপজেলার রাজনৈতিক, ব্যবসায়ী, সুশীল সমাজসহ সর্বস্থরের জনগণ তার রোগমুক্তি কামনায় মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে চলেছেন।
সকল রাজনৈতিক ও ব্যবসায়ী মহল তাকে দেখতে ঢাকায় ছুটে যাচ্ছেন। সোশ্যাল মিডিয়া ফেসবুকেও তার জন্য অসংখ্য মানুষ পোষ্ট করে দোয়া কামনা করছেন। এখানে একটি বিষয় না বললে নয়, একটি মানুষ কতটা ভালো মানুষ হলে মানুষের এত প্রিয় ব্যক্তি হতে পারে! যা হাবিবুর রহমান বাপ্পি এমন একজন মানুষ। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। যার প্রমাণ একমাত্র সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান বাপ্পি। যে ব্যক্তি আদর্শে তার রাজনৈতিক জীবনে কখনো আপোষ করেনি। মানুষ তার কাছে গেলে কখনো দুঃখ ভরা মন নিয়ে ফেরেনি। যে কারনে আজ উপজেলাবাসী তার জন্য কেঁদে চলেছেন ও মহান আল্লাহর কাছে দোয়া কামনা করছেন। পাশাপাশি মানুষ মনে করেন, আমাদের দোয়া আল্লাহ কবুল করবেন এবং আমাদের প্রিয় বাপ্পি ভাই আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসবেন। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বিভিন্ন মসজিদে তার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply