গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার রাগদি ইউনিয়নে শ্রী যোতপুর গ্রামে কিবরিয়া মোল্লার বাড়িতে দুর্বৃত্তরা ব্যাপক ভাংচুর ও লুটপাট চালিয়ে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে বলে অভিযোগ করেছে ভূক্তভোগী পরিবার।
ঘটনাটি ঘটেছে গত ৩০ তারিখ বিকালে।
এ বিষয়ে কিবরিয়া মোল্লার ভাবি মনজিলা বেগম বলেন, আমার দেবর ঢাকায় ব্যবসা করেন। এই বাড়ি আমি দেখাশোনা করি। দুর্বৃত্তরা নসিমন ট্রাক ও মোটরসাইকেল নিয়ে প্রায় তিন শত সন্ত্রাসী বাহিনী নিয়ে কিবরিয়া মোল্লার বাড়িতে ব্যাপক হামলা ও লুটপাট চালায় এবং বাড়ির দলিল সহ সোনা দানা, আসবার পত্র ব্যাপকভাবে ভাঙচুর করে।
মনজিলা বেগম আরো বলেন, আমি ও আমার ননদ খাদিজা বেগম লুটপাটে বাধা দিলে আমাদেরকে মারধর করে এবং চিৎকার করে বলে কিবরিয়া মোল্লা কোথায় ওকে খুন করবো। ভাংচুরে বাধা দিলে আমার ননদ খাদিজা বেগমকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে ধারালো অস্ত্র দিয়ে পায়ে কুপিয়ে মারাত্মক জখম করে। বর্তমানে সে ফরিদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। খাদিজা বেগম সুস্থ্য হলে আমরা মামলা করবো।
এব্যাপারে আমরা প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
Leave a Reply