সেলিম শেখ, ফকিরহাট : ফকিরহাট উপজেলার ঐতিহ্য বাহী লখপুর বাজার বনিক সমিতির উদ্যোগে ১৩টি সিসি ক্যামেরার দ্বারা বাজারের গুরুত্ব পূর্ন জায়গা গুলো অন্তর্ভুক্ত করেছে।
উক্ত বাজারে সিসি ক্যামেরা স্থাপনের পর শুভ উদ্বোধন করেন,ইউপি চেয়ারম্যান এম ডি সেলিম রেজা,ইউপি সদস্য বৃন্দ,বনিক সমিতির সভাপতি মোঃ মান্নান শেখ,সাধারণ সম্পাদক মধু সুধন ঘোষ সহ সকল দোকান্দার বৃন্দ।
বনিক সমিতির সদস্য বৃন্দ বলেন, বাজারের এমন ব্যবস্থা চুরি,ডাকাতী সহ সকল অপকম্য রোধ হবে বলে আশাবাদী। রুপসা নদী থেকে উঠে আসা যুগী খালী নদীর এবং খুলনা মোংলা হাই ওয়ে রাস্তার মধ্যবর্ত্তি অবস্থিত লখপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরসহ বাজার।
ফকিরহাট উপজেলা যে সকল হাট বাজার রয়েছে তার মধ্যে এটা একটা ঐতিহ্য বাহী বাজার যার সুনাম রয়েছে দেশের বিভিন্ন প্রান্তরে। এখানে সপ্তাহে দু দিন সকাল বিকাল অস্থায়ী কাচা বাজার, সবজী.মাছ ,মাংস, নারকেল, সুপারী, ধানসহ কৃষকেরা বিভিন্ন উৎপাদিত পন্য সুলভ মূল্যে পাইকারী ও খুচরা ক্রয় বিক্রয় করতে আসে।
এ হাট থেকে দুর দুরন্ত থেকে ব্যবসায়ীরা এসে কৃষদের উৎপাদিত পন্য ক্রয় করে নিয়ে যায়। এহাটে স্থায়ী মুদি দোকান, খাবার হোটেল, কাপড়ের দোকান, কসমেটিক, চা পান সহ ভ্যারাইটিস দোকান দিয়ে বাজার সাজানো। যার কারনে দোকান্দাররা দৈনিক লক্ষ্য লক্ষ্য টাকা পাইকারী ও খুচরা বিক্রয় করে থাকে। এমন উদ্যোগ কে স্বাগত জানিয়েছে ফকিরহাট মডেল থানার লখপুর ইউনিয়নে দায়িত্ব থাকা বিট পুলিশ কর্মকর্তা এস আই মাসুদ তালুকদার।
Leave a Reply