1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নলছিটির মগড়ে ইউপি সদস্যর পুত্র ও ভাতিঝার নেতৃত্বে কিশোর গ্যাংয়ের হামলা-ভাংচুর-লুটপাট, ৩ নারীসহ আহত ৪ - Bangladesh Khabor
সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ-১ আসনে কারাবন্দী বাবাকে বিজয়ী করতে মাঠে এসএসসি পরীক্ষার্থী ছেলে বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের নতুন কার্যকরী কমিটি গঠন সুষ্ঠ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে কোটালীপাড়ায় জেলা প্রশাসকের ভোটকেন্দ্র পরিদর্শন নির্বাচনের সব পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করা হবে: সিইসি সাংবাদিকরা এখন মুক্তভাবে সমালোচনা করতে পারছেন: প্রেস সচিব দলের কেউ অপরাধ করলে রেহাই নেই: মির্জা ফখরুল মুক্তিযোদ্ধা ভাতা বাড়ল আমার কোনো অভিভাবক নেই, আপনারাই আমার অভিভাবক: স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ বঙ্গবন্ধুর প্রতি অসম্মানের প্রতিবাদে স্বতন্ত্র প্রার্থী হয়েছি : সিপন ভূঁইয়া গোপালগঞ্জে কোরআন তেলয়াতের মধ্য দিয়ে আরাফাত রহমান কোকো ১১ তম মৃত্যু বার্ষিকী পালন

নলছিটির মগড়ে ইউপি সদস্যর পুত্র ও ভাতিঝার নেতৃত্বে কিশোর গ্যাংয়ের হামলা-ভাংচুর-লুটপাট, ৩ নারীসহ আহত ৪

  • Update Time : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৬ জন পঠিত

ঝালকাঠি প্রতিনিধি : তুচ্ছ কারনে স্থানীয় ইউপি সদস্যর পুত্র ও ভাতিঝার নেতৃিত্বে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীরা একটি ঘরে হামলা চালিয়ে ৩ নারীসহ ৪জনকে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

এ সময় সন্ত্রাসীরা ব্যাপক ভাংচুরসহ দুই বছরের শিশু গলায় ধাড়ালো অস্ত্র ঠেকিয়ে নগদ ৭০হাজার টাকা ও স্বর্নালংকার লুটে নিয়েছে বলে অভিযোগে জানা গেছে।

নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের খাওখির গ্রামে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটেছে।

আহতদের মধ্যে গুরুত্বর অবস্থায় উজ্জল শেখ (৪৫) কে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার শিকার একটি পরিবারের মোসা: রুনা বেগম বাদী হয়ে এ বিষয়ে শনিবার নলছিটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, তার দেবর উজ্জল শেখ পরকীয়া সূত্র ধরে গত ফেব্রুয়ারি স্থানীয় লোকজনের মধ্যস্থতায় মিতু বেগমকে বিয়ে করে। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় ইউপি সদস্য ফজলু খানের ভাতিঝা মিরাজ খান ও পুত্র সেজান খানের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী আশিক, রাফি খান, সালমান, শামীম, হৃদয়, নীরবসহ ২০/২৫ জনের একটি দল ধাড়ালো দা, লোহার রড ও লাঠি নিয়ে রুনা বেগমের ঘরে হামলা চালিয়ে আলমারী, সুকেজসহ দরজা-জানালা ব্যাপক ভাংচুর করে।
এ সময় তাদের বাধা দিতে গেলে তাকে, তার ননদ নিলুফা বেগম, পুত্রবধূকে মারধর করে ও তার দুই বছরের নাতীর গলায় ধাড়ালো অস্ত্র ঠেকিয়ে নগদ ৭০ হাজার টাকা, স্বর্নালংকার লুটে নেয়। সন্ত্রাসীরা ঘরে পাশে থাকা তাদের একটি সিএনজি গাড়ীও ব্যাপক ভাংচুর চালায়।
সরেজমিন ঘটনাস্থল পরিদর্শনকালে ফারুক সরদার, নিলুফা বেগম,শান্তা বেগমসহ কয়েকজন জানায়, উল্লেখিত আসামী ও কিশোর গ্যাংয়ের অত্যাচারে অতিষ্ট হয়ে গত ২০ অক্টোবর ২০২৩তারিখ এলাকার সর্বস্তরের জনসাধারন একটি সামাজিক অপরাধ প্রতিরোধ কমিটি গঠন করে। তবে ইউপি সদস্য ফজলু খানের ভাতিঝা মিরাজ, পুত্র সেজান, কবির পুলিশের পুত্র রাফি এই কিশোর গ্যাংয়ের অন্যতম সদস্য হওয়ায় এই কমিটিও তাদেও কাছে অসহায় হয়ে নীরব ভূমিকা পালন করছে। এ অবস্থায় শান্তিপ্রিয় এলাকাবাসী পুলিশের উর্ধতন কর্মকর্তাদের কাছে তদন্তপূর্বক কঠোর আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছে।
এ বিষয়ে ইউপি সদস্য ফজলু খানের বক্তব্য জানতে তার সেলফোনে একাধিক বার কল করলেও তিনি রিসিভ করেনি।
এ ব্যাপারে নলছিটি থানার ওসি মুরাদ হাসান জানান, সংবাদ পেয়ে তাৎক্ষনিক অভিযান চালালে হামলাকারীরা পালিয়ে যায় ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনার বিষয়ে দটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION