অরুন রাহা, রাজবাড়ী : রাজবাড়ী গোয়ালন্দ, পাংশা,কালুখালি, অধিকাংশ ইট ভাটায় অবাধে পোড়ানো হচ্ছে বনের কাঠ। জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার নিষিদ্ধ হলেও তার তোয়াক্কা করছে না ইট ভাটার মালিকেরা। প্রতি বছরের ন্যায় এবারও কয়লার পরিবর্তে কাঠ দিয়েই অবাধে পোড়ানো হচ্ছে ইট।
সংশ্লিষ্ট কতৃপক্ষের উদাসীনতার সুযোগে সরকারি নির্দেশনা উপেক্ষা করে বেশি লাভের আশায় এই এলাকায় বেশির ভাগ ইটভাটার মালিকেরা বনের কাঠ দিয়ে ইট পোড়ানোর কাজ করছে। পরিবেশ অধিদপ্তরের মতে সব ইট ভাটায় কাঠ পোড়ানো বন্ধ। কোন ইটভাটায় যদি বনের কাঠ দিয়ে ইট পোড়ানো হয় তা হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই জেলায় মোট ৭৭ টি ইটভাটা রয়েছে এর মধ্যে ১৪-১৫ টি ইটভাটার ছাড়পত্র ও লাইসেন্স থাকলেও বাকি সবগুলো চলছে অবৈধভাবে
সরে জমিন ঘুরে দেখা গেছে, রাজবাড়ী ৭৭ টি ইট ভাটার মধ্যে ৫-৬ টি ইটভাটায় শুধু কয়লা দিয়ে ইট পোড়ানো হচ্ছে বাকি সব ইটভাটা গুলোতে বনের কাঠ পোড়ানো হচ্ছে অবাধে। আবার একটি ইটভাটায় দেখা গেলো বনের কাঠ ওজন দেওয়ার জন্য বিশাল একটি ওয়েট স্কেল স্থাপন করিয়ে রাখা হয়েছে।সেই ওয়েট স্কেলে কাঠের গাড়ি সহ ওজন দিয়ে বিভিন্ন ইট ভাটায় নিয়ে যাচ্ছে। প্রতিটি ভাটায় কাঠের বিশাল বিশাল স্তুপ রয়েছে। এ সকল ইটভাটায় বনের কাঠ পোড়ানোর কারণে পরিবেশের ভারসাম্য ধ্বংসের দিকে যাচ্ছে।ইটভাটার ধোঁয়ায় আশপাশ এলাকার শিশুসহ নানা শ্রেনীর মানুষের হাঁপানি কাশি শ্বাসকষ্ট দেখা দিচ্ছে।
আরেক দিকে ফসলের জমি থেকে মাটি কেটে ইট ভাটায় নেওয়ার কারণে ফসলের উৎপাদন দিনে কমতে শুরু করেছে।অপর দিকে মাটি নিয়ে ট্রাক চলাচলের ধূলাবালিতে রাস্তা নষ্ট হচ্ছে এতে করে শিশুসহ নানা পেশার মানুষের শ্বাস কষ্ট দেখা দিচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ইটভাটার এক লেবার বলেন, প্রতি বছরে ৬ থেকে ৭ লাখ করে টাকা কিস্তিতে কিস্তিতে নিয়ে যায় কিন্তু কেও তো কাঠ পোড়ানো মানা করে না।
লুৎফর নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, কয়লা দিয়ে ইট পুড়ালে ভাটার মালিকদের লাভ কম হয় সে জন্য তারা কাঠ দিয়ে ইট পুড়ায় বেশি লাভের আশায়। কিন্তু কাঠের চেয়ে কয়লায় পুড়ানো ইট অনেক মজবুত হয়ে থাকে।
স্থানীয় আরেক ব্যক্তি উম্বার শেখ বলেন, ভাটায় কাঠ পোড়ানোর কারণে চারপাশে ধোঁয়ায় পরিবেশ নষ্ট হয়। এতগুলো ভাটার ধোয়ার কারণে আমাদের এই অঞ্চলের মানুষের শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে।দিনে দিনে মানুষ বেশি অসুস্থ হচ্ছে।তারপর আমাদের এলাকার রাস্তা গুলো নষ্ট হয়ে যাচ্ছে ইটের ভাটার মাটির গাড়ি চলাচলের ফলে। এ সকল ভাটাগুলো যদি কয়লা দিয়ে ইট পোড়ানো হয় তাহলে আমরা অনেকটা স্বস্তি পাবো।
ফরিদপুর অঞ্চলের পরিবেশ অধিদপ্তরের
সহকারি পরিচালক মোঃ হারুন অর রশিদ মুঠোফোনে জানান,
ইটভাটা গুলোতে কাঠ পোড়ানো সম্পন্ন নিষেধ। লাইসেন্স ছাড়া কোন ইটভাটা স্থাপন বা পরিচালনা করা যাবে না। আগে ইটভাটা গুলোতে কাঠ পোড়ানো বৈধ ছিল। ২০১৩ সালে আইনে কাঠ পুড়ানো সম্পূর্ণ অবৈধ ঘোষণা করা হয়েছে। কয়লা দিয়ে ইট পোড়াতে হবে।
যে সকল ইটভাটাগুলোতে কাঠ পোড়ানো হচ্ছে
আমরা জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করেছি খুব শীঘ্রই সে সকল ভাটাগুলোতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান মুঠোফোনে জানান, ইটভাটা গুলোতে নিয়মিত মোবাইল কোর্ট চলছে ও নিয়মিত অভিযান চলছে। ভাটা গুলোতে মূলত কয়লা দিয়েই ইট পোড়ানোর কথা।
Leave a Reply