পরিমল বিশ্বাস : সোনারগাঁয়ে বীর মুক্তিযোদ্ধা আবুল হাসনাত এসপিএল টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে শুভ উদ্বোধন করেন।
শুক্রবার সকালে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার শেখ রাসেল স্টেডিয়ামে মাঠে শুরু হয়েছে বীরমুক্তিযোদ্ধা আবুল হাসনাত এসপিএল টি-২০ ২০২৪ সিজন-১ ক্রিকেট টুর্নামেন্ট উদ্ধোধনী অনুষ্ঠান সোনারগাঁও উপজেলার ১০টি ইউনিয়নের ১০টি দল ও পৌরসভার ১টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে।
সকালে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন- নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার হাসনাত
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। সোনারগাঁও শেখ রাসেল স্পোর্টিং ক্লাবের উদ্যােগে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সোনারগাঁও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার, সাবেক সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ওসমান গনি, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট ফজলে রাব্বী, সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হুমায়ুন কবির ভুঁইয়া, সার্বিক ব্যাবস্হাপনা ও সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী শাহ মোঃ সোহাগ রনি, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন সরকার।
টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন- সোনারগাঁও পৌরসভা সুপার এলিভেন দল ও মোগরাপাড়া ইয়াং ব্রাদার্স দল। খেলায় মোগরাপাড়া ইয়াং ব্রাদার্স দল ২০ ওভারে ৯ ইউকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করে। জবাবে সোনারগাঁও পৌরসভা সুপার এলিভেন ৩ ইউকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে জয় লাভ করে।
Leave a Reply