গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে বাসচাপায় অজ্ঞাতপরিচয় (৫০) এক নারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের শহরতলীর পূর্ব মিয়াপাড়া এলাকায় এ দুর্ঘনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মেদ আনিচুর রহমান বলেন, ‘মহাসড়কের মিয়াপাড়া এলাকায় রাস্তা পার হচ্ছিলেন অজ্ঞাতপরিচয় এক নারী। এ সময় ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের দ্রুতগতির একটি বাস ওই নারীকে চাপা দেয়। এতে ঘনটাস্থলে তাঁর মৃত্যু হয়।’
ওসি আরও বলেন, ‘খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ঘাতক বাসটি পালিয়ে যায়।’
Leave a Reply