ষ্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালিপাড়ায় শেখ লুৎফর রহমান আদর্শ সরকারী কলেজের বার্ষীক ক্রীড়া ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে, ১ নং ওয়ার্ড পৌর ছাত্রলীগের আহবায়ক ইমন নিজামির উপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট করেছে প্রতিপক্ষ।
আহত ইমনকে চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে ভর্তী করে স্বজনেরা। অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরন করে কর্তব্যরত চিকিৎসক।
গতকাল বুধবার সন্ধায় উপজেলা পরিষদের সামনে সড়কে বর্বরোচিত এ হামলা ও মারপিটের ঘটনায় উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক শামীম দাড়িয়ার পদত্যাগ ও হামলাকারীদের বিচারের দাবীতে আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেছে, পৌর, কলেজ ও সাবেক ছাত্রলীগের একাংশের নেতারা।
এ সময় -চৌধুরী সেলিম আহমেদ ছোটন, আলিউজ্জামান জামির,মাইনুল ইসলাম রিমো, মশিউর রহমান, ইয়াদুল নিজামি,নিছার নিজামিসহ কলেজ ও উপজেলা ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে আলী নিজামি বাদী হয়ে, শামীম দাড়িয়া সহ অর্ধ শতাধিক হামলা কারীর বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় টান টান উত্তেজনা বিরাজ করছে এলাকায়। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এ বিষয়ে অফিসার ইনচার্জ ফিরোজ আলম বলেন-অভিযোগ পেয়েছি, মামলা প্রক্রীয়াধীন।
Leave a Reply