অরুন রাহা, রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কের মকবুলের দোকান নামক এলাকায় মাটিবাহী একটি ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী আপন দুই ভাই নিহত হয়েছে।
নিহতরা হলেন, রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানার খানখানাপুর ইউনিয়নের কদমতলা গ্রামের
মোঃ মোকসেদ আলী সরদারের ছেলে সাইফুল ইসলাম ওরফে সুমন (২৭) ও মোঃ মনিরুল ইসলাম ওরফে মমিন (৩২) ।
৩১শে জানুয়ারি বুধবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
রাজবাড়ী জেলার আহলাদীপুর হাইওয়ে থানার
ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হালিম
ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় ওই দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ও সংশ্লিষ্ট ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। উক্ত ট্রাকের চালক ও হেলপার পলাতক। এই মর্মান্তিক দুর্ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
Leave a Reply