স্টাফ রিপোটার,
গোপালগঞ্জের কোটালীপাড়া এক গৃহবধূ আফরোজা বেগম (২৫) নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। যৌতুকের দাবি করে নির্যাতন করছে স্বামী রাসেল মোল্যা (৩২) সহ তার পরিবারের লোকজন। গত বৃহস্পতিবার সকালে আফরোজার শশুর বাড়ী গোপালগঞ্জ সদর উপজেলার গোলাবাড়ী গ্রামে এ নির্যাতনের ঘটনা ঘটে। জানা যায়,কোটালীপাড়া উপজেলার পূর্নবতী গ্রামের ইজাবুল মিয়ার মেয়ে আফরোজা বেগমের সাথে ৩ বছর পূর্বে সামাজিক ভাবে বিয়ে হয়। গোপালগঞ্জ সদর উপজেলার গোলাবাড়ী গ্রামের চাঁদ মিয়া মোল্যার ছেলে রাসেলের সাথে। বিয়ের সময় জামাইকে ১ লক্ষ টাকা যৌতুক দেওয়া হয়। আরও যৌতুকের দাবি করে। বিয়ের পর থেকেই আফরোজাকে শারীরিক নির্যাতন করে আসছে স্বামী। মেয়ের সুখের কথা চিন্তা করে কিছুদিন পর গাড়ি কেনার জন্য ১ লক্ষ টাকা রাসেলকে দেয় ।
তাতে ও ক্ষান্ত হয়নি স্বামী রাসেল মোল্যা। পূনরায় স্ত্রী আফরোজার কাছে টাকা দাবি করে , টাকা দিতে না পারায় তাকে মারপিট করে। খবর পেয়ে বাবার বাড়ীর লোকজন আহতকে উদ্ধার করে কোটালীপাড়া হাসপাতালে ভর্তি করে। আফরোজা বেগম সাংবাদিকদের বলেন- বিয়ের পর থেকে আমার স্বামী মারপিট করে আসছে, বাবার বাড়ী থেকে ২ লক্ষ টাকা যৌতুক দেওয়ার পরেও ,আরও ১ লক্ষ টাকা যৌতুক চায়, না দিতে পারায় স্বামী শাশুড়ি ভাসুর,জা সবাই মিলে মারপিট করে, আমি ব্যাপারে প্রসাশনের হস্তক্ষেপ কামনা করছি। রাসেল মোল্যার মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে অভিযোগের প্রস্তুতি চলছে ।
Leave a Reply