গৃহবধূর বাবা ও তার আত্ময়ী স্বজন বলেন, আমর মেয়ে পারভিনের সঙ্গে জামাই সামীমের সংঙ্গে ৭বছর আগে বিয়ে হয়। জয়পুরহাট সদর বানিয়া পাড়া গ্রামের বাসিন্দা মোঃ ফেজু মোস্তাকিমের ছেলের৷
গত (২১জানুয়ারী) মেয়ে জামাই সামীম নিকোজের বিষয়ে কিছুই বলেনি৷ আমাদের এক আত্নয়ী বলেন আপনাদের মেয়ে পারভিন কাউকে কিছু না জানিয়ে গত ২১জানুয়ারী স্বামীর বাড়ি থেকে বের হয়ে গেছেন। এ কথা শুনে সম্ভাব্য সব জায়গায় খোঁজখবর করেছি। কিন্তু কোথাও মেয়ে পারিভিনকে খোঁজ পাইনি। এ ঘটনায় গত ২২জানুয়ারী জয়পুরহাট সদর থানায় জিডি করেছি।
নিখোজ পারিভিন গৃহবধূর এক আত্মীয় বলেন, পারভিন নিখোঁজ হওয়ার এক দিন পর আমাদের জানানো হয়েছে। এ ক্ষেত্রে পারভিনের স্বামী সামীমের উচিত ছিল থানা-পুলিশের সাহায্য নেওয়া। কিন্তু তিনি তা না করে নীরব ভূমিকা পালন করছেন। আমাদের সন্দেহ মেয়েকে সামীম গুম করেছে৷
এ বিষয়ে সদর থানার ওসি সিরাজুল ইসলাম বলেন নিখোজের বিষয় একটি জডি হয়েছে এস আই জিয়াউর রহমান জিডির সূত্র ধরে তদন্ত চলছে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply