স্টাফ রিপোটার,
গোপালগঞ্জে পূজা-অর্চনার মধ্য দিয়ে শ্রী শ্রী কালী পূজা-১৪২৭ উদযাপন করা হয়েছে। শ্রী শ্রী কালী পূজা উদযাপন উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) জেলা শহরের কেন্দ্রীয় কালীবাড়ি সহ বিভিন্ন মন্দিরে মোমবাতি প্রজ্জ্বলন, উলুধ্বনি, ঢাক-ঢোলের তালে ভক্তিমূলক গান ও ভক্তবৃন্দদের পূজা, অঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে এ পূজা অর্চনা পালন করা হয়েছে। গোপালগঞ্জের ঐতিহ্যবাহী সার্বজনীন কেন্দ্রীয় কালিবাড়ি মন্দিরে রায় বাড়ির মন্দিরে প্রায় সহস্রাধিক ভক্তবৃন্দের উপস্থিতিতে পূজা অর্চনা উৎসবে রূপান্তরিত হয়। এখানে ভক্তবৃন্দেরা মায়ের চরণে প্রসাদ উৎসর্গ করে মায়ের আশীর্বাদ কামনা করে।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে সার্বজনীন কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরের সভাপতি ডাঃ অরুণ কান্তি বিশ্বাস, সাধারণ সম্পাদক বিভূতি রায়, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ডাঃ অসিত কুমার মল্লিক, গোপালগঞ্জ জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মিলন সাহা, সিনিয়র সহকারী কমিশনার দীনেশ সরকার, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার আহবায়ক মঙ্গল চন্দ্র বিশ্বাস, ডাঃ দুলাল চন্দ্র বিশ্বাস, শ্রীপা বিশ্বাস, দ্বিজেন্দ্র নাথ ঢালী, রনেন মন্ডল, কমিটির অন্যান্য সদস্যবৃন্দ সহ অসংখ্য ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর অতিথি ও ভক্তবৃন্দ শহরের বটতলায় ঐতিহ্যবাহী রায় বাড়ির কালি মন্দিরে পূজা, দীপাবলী,আলোকসজ্জা, ভক্তিমূলক গান ও প্রসাদ বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
Leave a Reply