স্টাফ রিপোটার,
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) বিকালে কালীগঞ্জ নদীতে এ বাইচ অনুষ্ঠিত হয়। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গা পূজা ও লক্ষী পূজার পরে প্রতি বছর ঐ নদীতে এই নৌকা বাইচ হয়ে থাকে। উক্ত বাইচে ছোট বড় প্রায় অর্ধ শতাধিক বাচাঁড়ি নৌকার আগমন ঘটে। করোনার প্রভাবে জন জমায়েতে প্রসাশনের বাধা থাকলেও লোক সমাগম ছিলো চোখে পড়ার মতো। তিল ধারনের যায়গা ছিলো না নদীর দুই পাড়ে। সব মিলিয়ে এ নৌকা বাইচ যেন নৌকা প্রেমিদের মিলন মেলায় পরিণত হয়। উপজেলা প্রসাশনের পক্ষ থেকে লোক জমায়েত না করার এবং রাস্তার পাশে দোকান পাট না বসানোর জন্য মাইকিং করা হয়। দেখা যায়, উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান ট্রলার যোগে পুলিশ সংঙ্গে নিয়ে নদীতে বিচরণ করছেন। পরিস্থিতি শান্ত রাখার ব্যপারে পুলিশের তদারকি ছিলো বেশ জোরদার। শান্তি পূর্ণ ভাবে এ নৌকা বাইচ সম্পন্ন হয়।
Leave a Reply