মো.হাসমত উল্লাহ, লালমনিরহাট: লালমনিহাটের কালীগঞ্জ উপজেলা মদাতী ইউনিয়নে সমতা মদাতী ফেডারেশন কর্তৃক আয়োজিত ও বাংলাদেশ এনজিও ফেডারেশনের আর্থিক সহযোগিতা বার্ষিক সাধারন সভা ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
সমতা মদাতী ফেডারেশন কর্তৃক আয়োজিত এবং বাংলাদেশ এনজিও ফেডারেশনের আর্থিক সহযোগিতা ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে কালীগঞ্জে দুঃস্থ, গরীব মানুষের মাঝে হাঁস এবং গরীব, অসচ্ছল পরিবারের স্কুল ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিনা মূল্যে বিতরণ অনুষ্ঠান সমতা মদাতী ফেডারেশন চত্বরে অনুষ্ঠিত হয়।
সমতা মদাতী ফেডারেশনের সভাপতি বাবু রাম রায় এর সভাপতিত্বে গরীব, অসহায়, অসচ্ছল পরিবারের স্কুল পড়ুয়া মেধাবী ছাত্রীদেরকে আগামীতে ভাল ভাবে পাঠদান সহ অন্যশিক্ষার্থীকে লেখাপড়ার উদ্বুদ্ধ করার প্রদর্শনী হিসেবে, ৪টি স্কুলের ২৩ জন মেয়ে শিক্ষার্থীদের বিনা মূল্যে বাইসাইকেল বিতরণ এবং সংস্থাসহ এলাকার গরীব অসহায় ও অসচ্ছল পরিবারকে স্বাবলমী হওয়ার জন্য ৪০টি পরিবারকে ৮০টি হাঁস প্রদানের উপর আলোকপাত করে।
অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রধান অতিথি কালীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, বিশেষ অতিথি মদাতী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লব, তালুক শাখাতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র কুমার রায়, কালীগঞ্জ রিপোর্টার্স ক্লাব সভাপতি মোকলেছুর রহমান টুকু, ইউপি সদস্য আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক শাখাতী উচ্চ বিদ্যালয় তৌহিদুল ইসলাম বাবু, শাখাতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীনবন্ধু রায়, ইউপি সদস্য শেফালী রানী, সংস্থার সদস্য তৃষ্ণা রাণী প্রমুখ। সভাটি সার্বিকভাবে পরিচালনা করেন, সমতা মদাতী ফেডারেশন সুপারভাইজার মানিক অধিকারী।
এ সময় অন্যন্যের মধ্যে আরডিআরএস বাংলাদেশ লালমনিরহাট এর এসআরএসডিও ফজলে রাব্বি, উপজেলা সমাজ সেবা দপ্তরের ইউনিয়ন সমাজ কর্মী সুব্রত রায়, উপজেলা সমাজ সেবা দপ্তরের কারীগরি প্রশিক্ষক আসাদুজ্জামান সহ সভায় সরকারী কর্মকর্তা, চেয়ারম্যান, সাংবাদিক, সদস্য, সদস্যা, স্কুল ছাত্রী সহ বহু সংখ্যক সর্বস্তরের সুধী উপস্থিত ছিলেন।
Leave a Reply