মো.হাসমত উল্লাহ, লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার প্রফিট ফাউন্ডেশনের আয়োজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহযোগিতায় জেন্ডার-অ্যাডভোকেসি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
রোববার (২০ই মার্চ) লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলা মদাতি ইউনিয়নের জামবারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রফিট ফাউন্ডেশনের আয়োজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহযোগিতায় ২০২১- ২০২২ আর্থিক বছরের জেন্ডার – অ্যাডভোকেসি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ উপজেলা মদাতি ইউনিয়নের জামবারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা জেন্ডার-অ্যাডভোকেসি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় বাল্যবিবাহ নিরোধ, শিশুশ্রম, নারী সহিংসতা প্রতিরোধসহ অন্যান্য সচেতনতা বিষয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষণের উপস্থিত ছিলেন পিএফ এর নির্বাহী পরিচালক মোঃ নুরুজ্জামান আহমেদ, লালমনিরহাট বিএম কলেজের প্রভাষক ও অত্র বিদ্যালয়ের সভাপতি মোঃ মাহবুবুর রহমান, ভলান্টিয়ার মোঃ রেজওয়ান ইসলাম রনি,আশিক বিল্লাহ,পিএফ এর টেকনিক্যাল অফিসার মোঃ স্বাধীন ইসলাম, সহ দলগ্রাম ও মদাতি ইউনিয়নের ৫০ জন নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply