স্টাফ রিপোটার,
গোপালগঞ্জের মুকসুদপুরে চাঞ্চল্যকর জুন্নন হত্যা মামলার মৃত্যুদন্ড-প্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু বকর মিয়া জানান, মুকসুদপুর থানার মামলার নং-১(৮) ২০০৬ সংক্রান্তে জুন্নন হত্যা মামলার মৃত্যুদন্ড-প্রাপ্ত আসামি স্বপন মোল্লা ওরফে ডালিম (৪০), পিং-আহম্মেদ মোল্লা, সাং- ঘোড়ার কান্দি ওরফে ঘুয়াত কান্দি, থানা-মতলব, জেলা-চাদপুর, বর্তমান ঠিকানা-পূর্ব নওখন্ডা, থানা- মুকসুদপুর, জেলা- গোপালগঞ্জ-কে গত ২৭/১০/২০ তারিখে ঢাকা জেলার কেরানিগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। মামলাটি দ্রুত বিচার ট্রাইবুনাল নং ৩ হতে গত ১৪/৮/২০১৪ তারিখে বিজ্ঞ আদালত রায় প্রদান করেন। রায় প্রকাশের পর থেকে সে দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলো। পরে গ্রেপ্তারকৃত স্বপন মোল্লাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply