মো.হাসমত উল্লাহ, লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জে উপজেলার ৭নং চলবলা ইউনিয়নের শিয়াল খোওয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে এতে প্রয় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা জানান।
শুক্রবার (১১ই মার্চ) লালমনিরহাটের কালীগঞ্জে উপজেলার শিয়াল খোওয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্বর্ণকার,পশু খাদ্য, কম্পিউটার কমপোজ,ও কাপড়ের দোকানসহ ১২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। এতে অন্তত দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ব্যবসায়ীদের।
শিয়াল খোওয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা ও এলাকাবাসী বলেন, ফায়ার সার্ভিসের সদস্যদেরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস জানায়, বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত খবর দেয়ার সঙ্গে সঙ্গেই দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের শিয়াল খোওয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে জানা গেছে, ব্যাংক ও বেসরকারি এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা চালু করেন অধিকাংশ ব্যবসায়ী। ঋণের টাকা পরিশোধ করার আগেই তাদের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। পুনরায় ব্যবসায় দাঁড়ানোর মতো অবস্থা নেই তাদের।
কালীগঞ্জ উপজেলার ৭নং চলবলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজু জানান, ‘আমি তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করি। ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেবার চেষ্টা করেছি। তবে’অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা ঘটেনি। তদন্ত করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
Leave a Reply