মো.হাসমত উল্ল্যাহ, লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের স্বরনে পুষ্প মাল্য অর্পণ করা হয়।
বাঙালির জাতীয় চেতনার প্রতীক অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতি মাতৃভাষা দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে বাহারি আলোক সজ্জায় সাজানো হয়েছে কালীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশেপাশের এলাকা। পাশাপাশি লাল-নীল-সবুজসহ বিভিন্ন ধরনের বাতিও লাগানো হয়েছে রাস্তার পাশ দিয়ে।
প্রথম পহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় বাংলাদেশে সরকারের মাননীয় সমাজ কল্যান মন্ত্রীর পক্ষে পুষ্পস্তবক অর্পণ, কালীগঞ্জ উপজেলা পরিষদ, কালীগঞ্জ উপজেলা প্রশাসন, কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, রিপোর্টস ক্লাব কালীগঞ্জসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও তার অঙ্গসংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ স্বাস্থ্যবিধি মেনে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
Leave a Reply