বাংলাদেশ খবর ডেস্ক: রাজধানীর হাতিরঝিল থেকে রামপুরা-বনশ্রী হয়ে ডেমরা পর্যন্ত মহাসড়ক চার লেন করবে সরকার। সাড়ে ১৩ কিলোমিটার দীর্ঘ এই সড়কের সাড়ে ৯ কিলোমিটার হবে উড়ালসড়ক বা এক্সপ্রেসওয়ে। চার লেন এই সড়কের দুই পাশে সার্ভিস লেন করা হবে।
রোববার (০৯ই জানুয়ারি) বিকেলে রাজধানীর একটি হোটেলে এই সড়ক নির্মাণে চীনের দু’টি প্রতিষ্ঠানের কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি করেছে সড়ক বিভাগ। সরকারি-বেসরকারি অংশিদারিত্বের (পিপিপি) ভিত্তিতে প্রকল্পটি বাস্তবায়িত হবে।
পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুলতানা আফরোজ বলেন, হাতিরঝিল থেকে ডেমরা পর্যন্ত রুটটি মূলত ১৬ দশমিক ৫ কিলোমিটারের। তবে উড়ালসড়ক চালু হলে তা ১৩ দশমিক ৫০ কিলোমিটারে নেমে আসবে। এই রুটে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাতে বর্তমানে এক ঘণ্টার মতো সময় লাগে। এক্সপ্রেসওয়ে প্রকল্প বাস্তবায়ন হলে ১০ মিনিটেই হাতিরঝিল থেকে ডেমরা যাওয়া যাবে। একইভাবে ১০ মিনিটে ডেমরা থেকে হাতিরঝিলে আসতে পারবেন যাত্রীরা। এই সড়ক নির্মাণে খরচ হবে ২ হাজার ৯৪ কোটি টাকা।
প্রকল্পের আওতায় দু’টি ব্রিজ, চারটি ইন্টারসেকশন, দু’টি কালভার্ট, একটি ওভারপাস, ফুটওভার ব্রিজ ও টোলপ্লাজা নির্মাণ করা হবে। এই প্রকল্পের মেয়াদকাল চার বছর। পরিকল্পিত উড়ালসড়কটি চট্টগ্রাম ও সিলেট থেকে ঢাকার কেন্দ্রে আসার বিকল্প প্রবেশদ্বার হিসেবে কাজ করবে। পাশাপাশি এটি যানজট কমাতেও ভূমিকা রাখবে।
Leave a Reply