গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জ জেলা শহরের প্রাণকেন্দ্র পুরাতন লঞ্চঘাট এলাকায় প্রায় দুই কোটি টাকার সরকারি জমি দীর্ঘদিন পর উদ্ধার করেছেন গোপালগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিলন সাহা।
গত (৫ ফেব্রুয়ারি) ঘোষেরচর মৌজার এসএ ১নং খতিয়ানে ৪৮৪৯ নং দাগে ০.০১৫০ একর জমি থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করে উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা। জায়গাটি দীর্ঘদিন ধরে ফাঁকা পড়ে থাকায় স্থানীয় প্রভাবশালীরা অবৈধভাবে দখল করে রাখে।
গোপালগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিলন সাহা জানান, সদর উপজেলার বিভিন্ন স্থানে যে সকল সরকারি জমি অবৈধভাবে অন্যের দখলে রয়েছে, আমরা সে সকল জমি দ্রুত সময়ের মধ্যেই দখলমুক্ত করবো। এছাড়া শহরের সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Leave a Reply