বাংলাদেশ খবর ডেস্ক: শনিবার হিন্দু ধর্মীয় মতে অনুষ্ঠিত হবে বিদ্যার দেবী সরস্বতী পূজা। পঞ্জিকা মতে মাঘ মাসের পঞ্চমী তিথিতে হিন্দু শিক্ষার্থীরা বিদ্যা দেবীর আশির্বাদ লাভের আশায় সরস্বতী পূজা করে থাকে।
এ উপলক্ষে গোপালগঞ্জ শহরের খাটরা কালিবাড়িতে বসেছে সরস্বতী প্রতিমার হাট। জেলার বিভিন্ন স্থান থেকে মূর্তি নির্মাতারা (পাল) এখানে মূর্তি এনে বিক্রি করছেন। এটি জেলার সবচেয়ে বড় মূর্তির হাট। প্রতিবছর এখানে সরস্বতী প্রতিমার হাট বসে। এই হাটে দুই হাজার থেকে তিন হাজার সরস্বতীর মূর্তি বেচা-কেনা হয়ে থাকে। হাটে দুইশ থেকে ৬ হাজার টাকা দামের প্রতিমা উঠেছে। যে যার সাধ্য মত কিনে নিচ্ছেন দেবীর মূর্তি।
এ ছাড়া জেলার প্রায় ৩০টি স্থানে সরস্বতী প্রতিমা বেচা-কেনার হাট বসেছে। এ হাটে শুধু প্রতিমা-ই নয় বিক্রি হচ্ছে ফুল-মালাসহ পূজার অন্যান্য উপকরনও।
গোপালগঞ্জ শহরের খাটরা কালিবাড়ি হাটে আসা প্রতিমা শিল্পীরা জানিয়েছেন, এ বছর করোনা মহামারির কারনে স্কুল কলেজ, পাড়ায় পুজা হচ্ছেনা। তাই বেচা-বিক্রি কম হচ্ছে।
Leave a Reply