বরিশাল থেকে এস এম ওমর আলী সানী,
বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মঙ্গলবার ভোট গ্রহন সম্পন্ন। রিটাংনি অফিসার বললেন সান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। বেসরকারি ভাবে বিজয়ী হয়েছে নৌকা মার্কা প্রার্থী।
রিটানিং অফিসার ও উজিরপুর উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মাদ আলীমদ্দিন জানান, উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রতিন্দন্দ্বীতা করছে ৩ জন প্রার্থী। নির্বাচন তফসিল মতে মঙ্গলবার ছিলো ভোট গ্রহনের তারিখ। ইউনিয়নের ৯টি ভোটকেন্দ্র মোট ভোটার সংখ্যা ২০৯৬৩ জন। তার ভিতরে ভোট গ্রহন কাউন্ট হয়েছে ১৩৫৩১। নির্বাচনে ৯টি কেন্দ্র আইন শৃংখলার দায়িত্বে ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ৩ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ জন, প্রতিকেন্দ্র পুলিশ ৮ জন ও আনসার ১৭ জন, একপ্লাটুন বিজিবি, পুলিশের ৬টি মোবাইলটি ও র্যাবের ২টি টিম। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্য়ন্ত সান্তিপূর্ণ ভাবে একটানা ভোট গ্রহন করা হয়।
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা মার্কা প্রার্থী খায়রুল বাশার লিটন ১২৫৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়। তার নিকট তম প্রতিন্দন্দ্বী স্বতন্ত্র¿ প্রার্থী অনারস মার্কা প্রার্থী ইয়াজ উদ্দিন হোসেন পায় ৬৬৯ ভোট । ঘোড়া মার্কা প্রার্থী মো. আক্তার উজ্জামান বিশ্বাস ৩২৭ ভোট।
উল্লেখ্য, সাতলা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান আব্দুল খালেক আজাদ চলতি বছরের মে মাসে মৃতুবরন করাতে চেয়ারম্যান পদটি শূণ্য হয়ে পরে।
Leave a Reply