মো.হাসমত উল্ল্যাহ, লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় কৃষকের চাষাবাদের কার্যক্রমের লক্ষে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপনের উদ্বোধন করা হয়েছে।
গত মঙ্গলবার (২৪শে জানুয়ারি) বিকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের চরিতাবাড়ীতে কৃষি বিভাগের উদ্যোগে ৫০ একর জমিতে হাইব্রিড বোরোধানে সমলয় চাষাবাদের কার্যক্রমের লক্ষে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপনের উদ্বোধনী অনুষ্ঠান হয়।
এ কার্যক্রমে মোট ৬০ জন উপকার ভোগী রয়েছে, যাদের জমিতে একই সাথে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা লাগানো হবে। পরবর্তীতে কম্বাইন্ড হারভেস্টার দিয়ে ধান কাটা হবে। পুরো কার্যক্রমটি বাস্তবায়ন করছে উপজেলা কৃষি বিভাগ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা প্রশাসক জনাব আবু জাফর।
এছাড়াও আদিতমারী উপজেলা চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস, আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার জি আর সারোয়ার, লালমনিরহাট ডি এই অতিরিক্ত উপপরিচালক সৈয়দা সিফাত জাহান, আদিতমারী সহকারী কমিশনার (ভুমি)দিলশাদ জাহান, আদিতমারী উপজেলা কৃষি অফিসার মোঃ আলীনূর রহমান, আদিতমারী কৃষি সম্প্রসারণ হোসাইন মোহাম্মদ এরশাদ, কমলাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ ওমর চিশতী ও ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ উপজেেলার বিভিন্ন শ্রেনী পেষার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply