কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ভেন্নাবাড়ি এলাকায় জমি সংক্রান্ত বিরোধে হামলার শিকার হয় সংখ্যালঘু কিছু হিন্দু পরিবার। অনিল বাইন ও নির্মল বাইন গং এর সাথে ১৯ বিঘা আবাদী জমি নিয়ে এই হামলার সুত্রপাত। গত মঙ্গলবার (১৮ জানুয়ারি) আনুমানিক সকাল ১০ টায় বাচ্চু মোল্লা সহ ৩০/৩৫ জন ডুমুিরয়া ইউনিয়নের ভেন্নাবাড়ি এলাকায় নির্মল বাইন গংদের নামে দলিলকৃত সম্পত্তি দখল করতে যায়। নির্মল বাইনের লোকজন বাঁধা দিলে তাদের উপর হামলা করে।
হামলাকারীদের হাতে থাকা রামদা, চাইনিজ কুড়াল হকিষ্টিক দিয়ে এলোপাতাড়িভাবে আনিতা বাইন (৪০), স্বামী মৃত-শুকুমার বাইন; বাবুল বাইন (৩৪), পিতা- আনীল বাইন; সুক্তা রায় (২০), স্বামী- অসীম রায়; পিযুষ বাইন (৩৫), পিতা- পঞ্চনন বাইন সহ আরও ৫ জনকে কুপিয়ে আহত করে।
গুরুত্বর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক অনিতা বাইনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। খুলনা মেডিকেলে গেলে দেখা যায়, অনিতা বাইনের মাথার আঘাত খুবই গুরুত্বর ও আশঙ্কাজনক।
এলাকাবাসীরা কান্নাজড়িত কণ্ঠে গণমাধ্যমকর্মীদের বলেন, বর্তমানে আওয়ামীলীগ সরকারের আমলে আমরা যদি হামলার শিকার হই তাহলে আমরা কার কাছে যাবো। আমরা আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমাদের উপর এই হামলার সুষ্ঠু বিচার চাই।
এ ব্যাপারে টুঙ্গিপাড়া থানার ভারপ্রপ্ত কর্মকর্তার কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, হামলার ব্যাপারে এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
Leave a Reply