মো.হাসমত উল্ল্যাহ, লালমনিরহাটঃ “মাস্ক পড়ার অভ্যেস, অমিক্রন মুক্ত বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জনসাধারণের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও সচেতন মূলক কার্যক্রমের অংশ হিসেবে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানা এলাকার বিভিন্ন স্থানে সচেতনতা মূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়েছে।।
সোমবার (১৭ জানুয়ারি)সকাল থেকে সন্ধা পর্যন্ত কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় করোনা ভাইরাসের নতুন ধরন অমিক্রন রোধকল্পে জন্য সর্ব সাধারনের নিরাপত্তা ও সতর্কতার জন্য মাস্ক বিতরণ করে কালীগঞ্জ থানা পুুলিশ।
অমিক্রন রোধকল্পে সচেতনা মূলক সম্পর্কে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম গোলাম রসুল বলেন, নিজে মাস্ক ব্যবহার করতে হবে এবং অন্যকে মাস্ক ব্যবহার করাতে হবে। সকলে মিলে একত্রে কাজ করলে এই মহামারি থেকে রক্ষা পাওয়া যাবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এস আই তুহিন ইসলাম, এস আই নাজমুল ইসলাম, এস আই মফিজুল ইসলাম, এস আই ফেরদৌস হাসান, এস আই সাগর চন্দ্র রায়, এ এস আই হারুন অর রশিদসহ কারীগঞ্জ থানার কর্মরত আরও পুলিশ সদস্য।
Leave a Reply