মো.হাসমতউল্ল্যাহ, লালমনিরহাটঃ জনপ্রিয় দৈনিক কালের কণ্ঠের যুগপূর্তিতে উত্তরের জেলা লালমনিরহাটে নানা কর্মসূচির আয়োজন করে শুভসংঘ। সোমবার বিকেলে কেইউপি উচ্চ বিদ্যালয় মাঠে এতিমখানার শিশুদের জন্য আয়োজন করা হয় নানা ধরনের খেলাধুলা এবং প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এ ছাড়া অনুষ্ঠিত হয় আলোচনা।
পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সব শেষে কেক কেটে ও অনুষ্ঠানে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করিয়ে উদযাপন করা হয় যুগপূর্তি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষাবিদ এ এস এম মনোয়ারুল ইসলাম, কালীগঞ্জ থানার ওসি এ টি এম গোলাম রসুল, কেইউপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুজ্জামান আহমেদ ও প্রেস ক্লাব সভাপতি আমিরুল ইসলাম হেলাল। সেখানে স্বাগত বক্তব্য দেন কালের কণ্ঠের লালমনিরহাট প্রতিনিধি হায়দার আলী বাবু।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক নিরঞ্জন কুমার রায়, কালের কণ্ঠের লালমনিরহাট প্রতিনিধি হাসান মাহমুদ, সাংবাদিক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, রাহেবুল ইসলাম টিটুল, রবিউল ইসলাম, রিফাত হোসেন প্রমুখ।
Leave a Reply