কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, হৃদয় থেকে রবীন্দ্রনাথ-নজরুলকে হারিয়ে ফেললে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সংকটাপন্ন হবে। বাঙালি চেতনাবোধ বাংলাদেশের জন্ম তাঁরা দিয়েছিল। এই চেতনাকে লালন করেই আমাদের সাহিত্য সংস্কৃতি অঙ্গনকে সমৃদ্ধ করতে হবে।
শুক্রবার (৩১ ডিসেম্বর ২০২১) কাহারোলের পরমেশ্বরীপুর স্মৃতি সংঘ ও সাহিত্য সংসদ এর আয়োজনে স্মৃতি সংঘ ও সাহিত্য সংসদ এর দুই দশকপূর্তি উপলক্ষে লেখক ও গুণিজন সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের সাংস্কৃতিক মানকে হারিয়ে ফেলেছি। এইমান পুনরুদ্ধার এবং সমাজকে সুন্দর করবার জন্য আর সংস্কৃতির চর্চা অনিবার্য। প্রবল সাম্প্রদায়িকতার করাল গ্রাস থেকে বঙ্গবন্ধু বাঙালির চেতনার উন্মেষ ঘটিয়েছিল এবং দেশপ্রেমিক বাঙালি চেতনায় দেশপ্রেমকে সংগঠিত করেই তিনি মহান মুক্তিযুদ্ধ সংগঠিত করেছিলেন।
Leave a Reply