1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. jmitsolution24@gmail.com : support :
চুয়াডাঙ্গায় চালু হতে যাচ্ছে বিসিক শিল্প নগরী - Bangladesh Khabor
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:১৬ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় চালু হতে যাচ্ছে বিসিক শিল্প নগরী

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ১৯৪ জন পঠিত

চুয়াডাঙ্গা সংবাদদাতাঃ দেরিতে হলেও সীমান্তবর্তী চুয়াডাঙ্গা জেলায় চলছে বিসিক শিল্পনগরী গড়ে তোলার কাজ। তবে, উদ্বোধনের আগেই শিল্প এলাকার প্লটের দাম ও অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা। যদিও কর্তৃপক্ষ বলছে, প্লটের দাম থাকবে ক্রয় ক্ষমতার মধ্যে আর শিল্পনগরী হবে ব্যবসা বান্ধব।

সম্ভাবনা থাকার পরও চুয়াডাঙ্গা জেলায় নেই বিশেষায়িত শিল্পাঞ্চল। তারপরও জেলার ব্যবসায়ীরা নিজ উদ্যোগে গড়ে তুলেছেন অর্ধশত শিল্প কারখানা। কিন্তু এতে নানা ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে উদ্যোক্তাদের।

উদ্যোক্তারা বলেন, ‌’চুয়াডাঙ্গায় শিল্পের উন্নয়নের জন্য বিসিকে নতুন নতুন কর্মসংস্থান গড়ে তোলার পাশাপাশি নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করতে হবে।’

দুর্ভোগ নিরসনে ৭৫ বিঘা জমিতে বিসিক শিল্পনগরী গড়ে তুলতে ২০১৮ সালের আগস্টে অবকাঠামোগত উন্নয়ন কাজ শুরু হয়। চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের ডিঙ্গেদহ এলাকায় জমিও অধিগ্রহণ করা হয়। তবে, প্লটের দাম ও গ্যাস-বিদ্যুতসহ অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে সন্তুষ্ট নন ব্যবসায়ীরা। নারী উদ্যোক্তাদের জন্যও প্লট বরাদ্দের বিশেষ সুবিধার দাবিও জানিয়েছেন তারা।

ব্যবসায়ীরা জানান, ‌চুয়াডাঙ্গায় বিসিক শিল্পনগরীতে জমির যে দাম রাখা হয়েছে সেই দামে কারখানা করা খুব কষ্টসাধ্য। তারা আরও বলেন, ‌’নারী উদ্যোক্তাদের জন্য বিসিকের প্লটগুলো ছোট ছোট আকারে দেয়া উচিত এবং পাশাপাশি নারীদেরকে কর্মসংস্থানের জন্য ব্যাংক থেকে আর্থিক সুবিধা দেয়া উচিত।’

ব্যবসা-বাণিজ্যের প্রসারে সহজ শর্তে ঋণ দেয়াসহ শিল্পনগরীর অবকাঠামো উন্নয়নের কথা জানান সংশ্লিষ্টরা।

জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির সভাপতি ওলি উল্লাহ্ বলেন, ‘শিল্প মন্ত্রনালয়ের অধীনে বিসিকের বড় একটা কর্মসূচী হাতে নেয়া প্রয়োজন। যে কর্মসূচীর মাধ্যমে নতুন উদ্যেক্তা তৈরি হবে এবং যেসব উদ্যেক্তা আছে তারা আরও বড় হবার চেষ্টা করবে। উৎপাদন যত বাড়বে গড় মুনাফা তত বেশি হবে।’

বিসিক নগরীতের প্লট থাকবে ক্রয় ক্ষমতার মধ্যে এবং অন্যান্য সুযোগ সুবিধা হবে ব্যবসা বান্ধব এমন দাবি কর্তৃপক্ষের। বিসিক উপ-ব্যবস্থাপক সামসুজ্জামান বলেন, ‘এখানে ছোট বড় মিলিয়ে একশো শিল্প গড়ে তোলা যাবে এবং ৮-১০ হাজার লোকের কর্মসংস্থান হবে। এতে সবাই কমবেশি উপকৃত হবেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION