গাজীপুর সংবাদদাতাঃ স্বাধীন বাংলাদেশের ৫০ বছর। আর এই বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে বসেছে বীর মুক্তিযোদ্ধাদের মিলন মেলা।
সোমবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার তুমলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু বাজার এলাকার মুক্তিযোদ্ধা বন্ধন চত্ত্বরে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হলেও দিনব্যাপী চলে নানা আয়োজন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে যুদ্ধাকালীন সময়ের নানা স্মৃতিচারণ করেন ডাকসুর সাবেক ভিপি গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জমান, ঢাকা-১৪ আসনের এমপি আগাখান মিন্টু, সাবেক এমপি বাংলাদেশ শ্রমিক লীগের প্রতিষ্ঠাতাকালীন সভাপতি রওশন জাহান সাথী, ইঞ্জিনিয়ার মনির উদ্দিন আহমেদ, মুক্তিযুদ্ধের সংগঠন কেবিএম মফিজুর রহমান খান প্রমুখ।
স্থানীয় মুক্তিযোদ্ধাদের সংগঠন কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা বন্ধন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওই সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন পাঠান। অনুষ্ঠান পরিচালনা করেন গাজীপুর জেলা কৃষক লীগের সহ সভাপতি একেএম কামরুজ্জামান।
পরে বিকেলে মুক্তিযোদ্ধা বন্ধনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানের সঞ্চালনায় বাংলাদেশ বেতারের সংগীত শিল্পীদের অংশগ্রহণে দেশের গান পরিবেশিত হয়। এ সময় স্থানীয় দুই শতাধিক মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্য, গণমাধ্যম কর্মী, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
Leave a Reply