গোপালগঞ্জ প্রতিনিধিঃ
মুজিববর্ষ উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
শুক্রবার (৫ নভেম্বর) বিকালে বাংলাদেশ তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ও টুঙ্গিপাড়া সফর বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. আসাদুজ্জামান পিয়াল ও মহাসচিব মো. ছালজার রহমানের নেতৃত্বে কমিটির সকল নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুস্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তারা সবাই ‘৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এ সময় বাংলাদেশ তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত মহাসচিব ও টুঙ্গিপাড়া সফর বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মনিরুল ইসলাম, ঢাকা মহানগর কমিটির সভাপতি মো. ওয়াহিদুজ্জামান সহ কমিটির বিপুলসংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে গোপালগঞ্জের ঘোনাপাড়ায় সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিসিসি) হলরুমে বাংলাদেশ তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ও টুঙ্গিপাড়া সফর বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. আসাদুজ্জামান পিয়ালের সভাপতিত্বে “মুজিববর্ষ” উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন টিসিসি’র অধ্যক্ষ এ কে এম শহিদুল ইসলাম।
পরে আলোচনা সভা শেষে গোপালগঞ্জ জজ আদালতের নাজির জাকির হোসেন উকিলকে সভাপতি ও গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের রেভিনিউ মুন্সীখানা শাখার প্রধান সহকারী শেখ হাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক মনোনীত করে বাংলাদেশ তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতি, গোপালগঞ্জ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করেন।
Leave a Reply