স্টাফ রিপোটার কে এম সাইফুর রহমান,
গোপালগঞ্জ সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়নের ইছাখালি গ্রামে মধুমতি নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষে আর্থিক ও ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মধুমতি নদীর ভাঙ্গনে ৩৫টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ১৭ টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা বাবদ ৫ হাজার টাকার চেক এবং ২০ কেজি করে চাল প্রদান করা হয়। এছাড়াও আংশিক ক্ষতিগ্রস্ত ১৮ টি পরিবারকে ২০ কেজি করে চাল প্রদান করা হয়েছে।
স্বাস্থ্যবিধি মেনে এ সময় গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইলিয়াছুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুর রহমান, গোপালগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আলাউদ্দিন, জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এম. সুপারুল আলম টিকে, উক্ত ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য সহ এলাকার গনমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মধুমতি নদীর ভাঙ্গনে জালালাবাদ ইউনিয়নের ইছাখালি গ্রামের অনেক ফসলি ও বসতি জমি ইতোমধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. উসমান গনি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান সহ অন্যান্য কর্মকর্তাগণ গত ১৬ সেপ্টেম্বর সরেজমিনে গিয়ে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এবং জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও ভুক্তভোগীদের সাথে কথাবার্তা বলেন এবং সংশ্লিষ্টদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দেন।
Leave a Reply