স্টাফ রিপোটার কে এম সাইফুর রহমান,
গোপালগঞ্জে টিনের বেড়া দিয়ে দোকানসহ জায়গা দখল ও প্রাণ নাশের হুমকির অভিযোগ উঠেছে আ’লীগের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শাহাআলম (মালুম) শেখের স্ত্রী লায়জু বেগম আইনগত সহায়তা চেয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯ টায় গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের উলপুর বাজারে এ ঘটনা ঘটে।
অভিযোগ ও স্থানীয় সুত্রে জানাগেছে, দুর্গাপুর ইউনিয়নের খাটিয়াগড় গ্রামের শাহাআলম (মালুম) শেখ উলপুর বাজারে ব্রীজের উত্তর পাশে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় সেমিপাকা ঘর নির্মাণ করে দীর্ঘ ২০/২৫ বছর যাবত ব্যবসা করে আসছে। তিনি ওই জায়গা বরাদ্দের জন্য পানি উন্নয়ন বোর্ড গোপালগঞ্জে কয়েক বছর আগে আবেদন করেন। কিছু দিন যাবত উলপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি রহমান মোল্লা শাহাআলমের দোকান ঘর দখল করার পায়তারা করে আসছে। গত ১৭ সেপ্টেম্বর রহমানের নেতৃত্বে একশ থেকে দেড়শ লোক ওই দোকানে হামলা চালিয়ে দোকানের জিনিসপত্র ভাংচুর করে নগদ টাকা ও কাঠের ফার্নিচার ছিনিয়ে নেয়। শাহাআলম ও তার পরিবার বাঁধা দিলে তাদেরকে মারধর করে। পরে শাহাআলম প্রাণ ভয়ে পালিয়ে গেলে রহমান লোকজন নিয়ে দোকানের সামনে টিন দিয়ে বেড়া দেয়।
এ বিষয়ে ভুক্তভোগী শাহাআলম (মালুম) শেখ বলেন, উলপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি রহমান মোল্লা কিছুদিন যাবত আমার দোকান দখলের পায়তারা করছে। গত ১৭ সেপ্টেম্বর ১০০/১৫০ লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে আমার দোকানে হামলা করে। আমাকে প্রাণে মেরে ফেলার জন্য আমার ওপর হামলা করলে আমি পালিয়ে যাই। দোকানের সব টাকা-পয়সা নিয়ে গেছে। ওই দোকনের আয় দিয়ে আমার সংসার চলতো। এখন আমি প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছি। আমি প্রাশাসনের হস্তক্ষেপ কামনা করছি ।
এ বিষয়ে উলপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি রহমান মোল্লা মুঠোফোনে জানান, আমি মৃণাল কান্তি রায় চৌধুরী পপা দাদার নির্দেশে ওই জায়গায় গিয়েছি এবং টিন দিয়ে বেড়া দিয়েছি। আর কিছু বলতে পারবো না, আপনারা ওনার সাথে যোগাযোগ করেন।
গোপালগঞ্জ জেলা আ’লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি রায় চৌধুরী পপা বলেন, গত বছর ওই জায়গাটি আমি কিনেছি। ওই জায়গাটি আমার। ওর সামনে যে দোকানঘর রয়েছে তা সরকারি জায়গায় না। সেটি আমার জায়গা। ওখানে যারা দোকান বানিয়ে ছিলো, তারা আমার সাথে যোগাযোগ করলে আমি তাদের কাউকে ৭ লাখ, কাউকে ২ লাখ টাকা দিয়েছি। শাহাআলম (মালুম) শেখ আমার সাথে যোগাযোগ করেনি। আমার মাল জিনিস সব ওখানে পৌঁছে গেছে। আমি ওখানে নির্মাণ কাজ শুরু করবো। তাকে উঠতে বললে সে উঠে না। পরে বাধ্য হয়ে টিনের বেড়া দিয়েছি।
উলপুর ইউপি চেয়ারম্যান মো. কামরুল হাসান বাবুল জানান, ঘটনাটি আমি শুনেছি। ওইদিন আমি এলাকায় ছিলাম না, রেড ক্রিসেন্ট সোসাইটি’র নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলাম।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড গোপালগঞ্জের উপ-বিভাগীয় প্রকৌশলী মো.শাহীনুল ইসলাম বলেন, বিবাদমান জায়গাটি পানি উন্নয়ন বোর্ডের। যে দখলে ছিলো সেও অবৈধ এবং এখন যে নতুন করে বেড়া দিয়েছে সেও অবৈধ। আমরা তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো ।
গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক মুকুল বলেন, এ বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। পরে ঘটনা স্থলে গিয়ে দেখি ওই দোকানের সামনে টিন দিয়ে ঘিরে রেখেছে। আমরা দুই পক্ষের সাথে কথা বলেছি, তাদের স্থানীয় ভাবে আপোষ-মিমাংসা করতে বলেছি। নইলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply