জয়পুরহাট থেকে ফারহানা আক্তার,
জয়পুরহাটের কালাইয়ে এক প্রতিবন্ধি মেয়েকে ধর্ষণের দায়ের করা মামলায় হাবিল উদ্দিন নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
অপরদিকে ক্ষেতলালে এক গৃহবধূকে ধর্ষন চেষ্টার মামলায় মোঃ রাব্বী নামে ১ আসামিকে ১০ বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
রোববার (১৯ সেপ্টেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোঃ রুস্তম আলী এই দুই মামলার রায় দেন।
কালাইয়ের ঘটনায় মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০৭ সালের ৬ মার্চ বিকালে কালাই কলেজপাড়া এলাকার হাবিল উদ্দিন এক প্রতিবন্ধি মেয়েকে তাদের নিজ বাড়িতে নিয়ে গিয়ে শারিরিক নির্যাতন চালিয়ে গভীর রাত পর্যন্ত ধর্ষন করে। ধর্ষিতার মেয়েটির বোন বাদী হয়ে পরের দিন ৭ মার্চ কালাই থানায় দুজনকে আসামী করে মামলা করেন। এরপর মামলার আসামী জামিন নিয়ে পলাতক আছেন। দীর্ঘ শুনানি শেষে রোববার দুপুরে বিচারক মামলার রায় ঘোষণা করেন।
অপরদিকে ক্ষেতলালের ঐই মামলা সূত্রে জানা যায, গত ২০১৬ সালের অক্টোবর মাসে রাব্বী তার দীঘিপাড়া গ্রামের ১ গৃবধুকে জোরপূর্বক উঠিয়ে বাড়ির পাশের্ব নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষর্ণের চেষ্টা করে। এঘটনায় মামলা হয়, দীর্ঘ শুনানি শেষে রোববার দুপুরে আদালতের বিচারক এই রায় দেন।
জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিশেষ কৌঁসুলি (পিপি) এ্যাড. ফিরোজা চৌধুরী রায়ের তথ্য নিশ্চিত করেছেন।
Leave a Reply