গৌরনদী থেকে বিশ্বজিত সরকার,
রাজধানী ঢাকার বিশিস্ট ব্যবসায়ী নোভো কার্গো ইন্টারন্যশনানের ম্যানেজিং ডিরেক্টর ও সৈয়দ মতলুবর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান এস.এম, রহমান (দিনু)’র নাঠৈ গ্রামের বাড়ির গ্যারেজে রাখা একটি প্রাইভেট কারে সোমবার রাতে আগুন ধরিয়ে দেয় অজ্ঞাতনামা দুস্কৃতিকারীরা। এতে প্রাইভেট কারটি আংশিক পুড়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি। এ ঘটনায় পুলিশ মঙ্গলবার সকালে গৌরনদী মডেল থানায় একটি সাধারন ডায়রী করেছে।
বাড়ির বাসিন্ধাদের সূত্রে জানা গেছে, মহামারী করোনায় আক্রান্ত রোগীদের সেবা প্রদানের লক্ষ্যে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ২০টি অক্সিজেন সিলিন্ডার দেয়ার জন্য ওই ব্যবসায়ী রোববার উপজেলার নাঠৈ গ্রামের নিজ বাড়িতে আসেন। সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে সিলিন্ডারগুলো স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তাদের কাছে হন্তান্তরের পর তিনি উপজেলার নাঠৈ গ্রামের নিজ বাড়িতে যান। রাত যাপনের উদ্দেশ্যে সোমবার রাতে তিনি ওই বাড়ির গ্যারেজে দুটি প্রাইভেট কার রেখে ঘুমিয়ে পড়েন। বাড়ির সকল লোকজন ঘুমিয়ে পড়লে রাত আড়াইটার দিকে গাড়ির টায়ার বিস্ফোরন হওয়ার বিকট শব্দে বাড়ির সকলের ঘুম ভাঙ্গে।
বাড়ির কেয়ারটেকার সৈয়দ মনিরুল ইসলাম জানান, ঘুম ভাঙ্গার পর তারা দেখতে পান গ্যারেজের রাখা প্রাইভেট কারে আগুন জ্বলছে। তাৎক্ষনিক তারা ডাক চিৎকার দিলে গ্রামের লোকজন এসে জড়ো হয়ে আগুন নেভাকে সক্ষম হয়। এতে ঢাকা মেট্রো-চ-১৯০৪৪৬ নম্বরের প্রাইভেট কার আংশিক পুড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ব্যবসায়ী এস.এম. রহমান (দিনু) বলেন, ঈদ উৎসবে কিংবা এলাকার দুঃস্থ অসহায় মানুষকে সহায়তা প্রদানের লক্ষে আমি মাঝে মাঝে গ্রামের বাড়িতে আসি। মহামারী করোনাকালীন সময়ে আমি এলাকার প্রায় ২হাজার পরিবারকে পরিবার প্রতি এক মাসের খাদ্য সহায়তা দিয়েছি। এবারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে অক্সিজেন সিলিন্ডার দিয়েছি। কারা, কি কারনে, আমার গাড়িতে আগুন দিয়েছে তা আমার বোধগম্য নয়। তবে এলাকায় আমার কোন শত্রু নেই।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফজাল হোসেন বলেন, রাতেই আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি সাধারন ডায়রী করেছে। ঘটনাটি তদন্ত সাপেক্ষে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply