গোপালগঞ্জের কোটালীপাড়ার ছত্রকান্দা মোল্লার হাট বাজারে অবস্থিত সিয়াম এন্টারপ্রাইজ নামক একটি প্লাস্টিক কারখানায় দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
গত বুধবার (০১ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। সরজমিনে জানা যায়, কারখানার জানালার লক ভেঙ্গে গ্রীল কেটে অফিস কক্ষে ঢুকে টেবিল, আলমারি ড্রয়ার ভেঙ্গে ২ লক্ষাধিক টাকা নিয়ে পালিয়ে যায় চোরেরা। এ-সময় বাজারের কয়েকটি দোকানের নিরাপত্তা বাতি ভেঙ্গে ফেলে ও পাশ্ববর্তীদের কয়েকটি ঘর বাহির দিয়ে আটকে দেয় তারা।
সকালে কারখানার কোষাধ্যক্ষ অফিস খুলতে এসে চুরির ব্যাপারটা বুঝতে পেরে ফোনে কতৃপক্ষ কে জানায়। উক্ত কারখানার ম্যানেজার সরদার রাশেদুল ইসলাম বাবুল সাংবাদিকদের বলেন- সহকারী ইস্রাফিল বিশ্বাস বিকেল ৫ টায় ছুটি নিয়ে চলে যায়, আমি অফিস আটকিয়ে রাত সাড়ে সাত টায় কারখানা ত্যাগ করি, রাতে দুজন শ্রমিক ভিতরে কাজ করছিলো, সকালে ফোন পেয়ে কারখানায় এসে চুরির ঘটনা অবগত হই।
তিনি আরো জানান – টেবিলের ড্রয়ার ভেঙ্গে ২ লক্ষ ৩০ হাজার টাকা নিয়ে যায় ,আমি এ ঘটনা তদন্ত পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাই।
এ ব্যাপারে কারখানা মালিক বদিউজ্জামান বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান – এলাকায় আমার বিরোধী একটি পক্ষ আছে তারাই এই চুরির ঘটনা ঘটিয়েছে।
এ বিষয়ে সরদার রাশেদুল ইসলাম বাবুল বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
Leave a Reply